Packing Area Security Policy | Bangla | Download

Packing Area Security Policy | Bangla | Download

Packing Area Security Policy

প্যাকিং এরিয়ার নিরাপত্তা নীতিমালা

কমপ্লায়েন্স বাংলাদেশ.কম । Compliance Bangladesh.com (কোম্পানীর নাম) কর্তৃপক্ষ প্যাকিং এরিয়ার নিরাপত্তা নিশ্চিত করেছে। কর্তপক্ষের মূল উদ্দেশ্য হলো প্যাকিং করা পন্যের সাহায্যে কোন ধরনের অবৈধ দ্রব্য যেন বিদেশে পাচার না হতে পারে।

কমপ্লায়েন্স বাংলাদেশ.কম । Compliance Bangladesh.com (কোম্পানীর নাম) কর্তৃপক্ষ বিশ্বাস করে পন্য প্যাকিং করার সময় যে কোন বস্তু কার্টুনের ভিতর প্রবেশ করিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা বা যে কোন অবৈধ দ্রব্য বিদেশে পাচার সম্ভব। এই লক্ষ্যে কর্তৃপক্ষ প্যাকিং এরিয়াকে সংরক্ষিত এলাকা ঘোষনা করে সকলের অবাধ প্রবেশ নিয়ন্ত্রন করা হয়েছে। প্রতিষ্ঠান প্যাকিং এলাকার জন্য নিন্মোক্ত নীতিমালা গ্রহন করেছেঃ

০১। পূরো প্যাকিং এরিয়াকে আলাদা করে সুরক্ষিত করা হয়েছে।

০২। নির্দ্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি প্যাকিং এরিয়ার ভিতরে প্রবেশ করিতে পারিবে না।

০৩। প্যাকিং এরিয়ার যাদের প্রবেশাধীকার রয়েছে তাদের জন্য আলাদা পরিচয়পত্রের ব্যাবস্থা করা হয়েছে এবং তাদের নামের একটি তালিকা নোটিশ বোর্ডে লাগানো আছে।

০৪। প্যাকিং এরিয়ার প্রবেশ পথে একজন নিরাপত্তা প্রহরী কর্মকালীন সময় পাহারা দিয়ে থাকে এবং যারা ভিতরে প্রবেশ করে তাদের সকলের পরিচয় পত্র চেক করে থাকেন।

০৫। অননুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেহই প্যাকিং এরিয়ায় প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি গ্রহনপূর্বক ভিতরে প্রবেশ করতে পারে।

০৬। অননুমোদিত ব্যক্তিবর্গ ভিতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা প্রহরীগন তাদেরকে চেক করার পর ভিতরে প্রবেশের অনুমতি দেয় এবং একজন লোক সবসময় তার সাথে অবস্থান করে।

০৭। প্যাকিং এর প্রয়োজনীয় মালামাল ছাড়া অন্য কোন দ্রব্যাদি প্যাকিং এরিয়ায় রাখা যাবে না।

০৮। প্যাকিং এর পূর্বে প্যাকিং এর মালামাল যেমন, কার্টুন, পলিব্যাগ ভালোভাবে পরীক্ষা করা হয় যাতে কোন সন্দেহজনক বস্তু পূর্বেই এর ভিতরে না রাখা হয়।

০৯। প্যাকিং এর সময় কার্টুন এর শিপিং মার্ক এর বিষয়বস্তু, যেমন ষ্টাইল, কালার, পরিমান, পন্যের ওজন ইত্যাদি ভালোভাবে পরীক্ষা ও যাচাই করা হয়।

১০। কার্টুন কন্টেইনার/ কভার্ড ভ্যানে লোডিং এর পূর্বে কোন কার্টুন খোলা নেই তা নিশ্চিত করা হয়।

১১। যদি কোন কার্টুন কোন কারণে খোলা হয় তবে কি কারণে তা খোলা হয়েছিল তা উল্লেখপূর্বক একটি রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়।

১২। প্যাকিং এরিয়ায় যারা প্রবেশ করে থাকে প্রত্যেকের নাম প্রবেশ সময় সহ রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়।

১৩। প্যাকিং এলাকায় কোন সন্দেহজনক ব্যক্তির দেখা পাওয়া গেলে অথবা আশংকাজনক দ্রব্য সামগ্রী পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তাকে অবহিত করতে হবে। এ ধরনের ঘটনা ভালভাবে ভাবে তদন্ত করা শেষে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

” Packing Area Security Policy ” নিম্ন বাটনে ক্লিক করে  ডাউনলোড করে নিন।

” Packing Area Security Policy ” 

আরও নতুন পোস্ট

About The Author

Rakib Sarowar

Rakib Sarowar is the founder and lead author of the Compliance Bangladesh. His passion for helping people in all aspectes of Compliance Related Issues. He is very keen to learn new things, especially Technology. In addition to write for CB, Rakib also engage as a Deputy Manager- Compiance & Industrial Safety in a multinational RMG complany.

Leave a Reply

আমাদের সাথে থাকুন

error: Content is protected !!