Acknowlegdement Leter of WRAP Principle টি সাপ্লায়ার কোম্পানিদের সাথে র‍্যাপ পিন্সিপাল শেয়ার করার জন্য ব্যবহার করা হয়।

– শেয়ারের সময় উক্ত কোম্পানির দায়িত্বশীল ব্যক্তির রিসিভ সাইন কোম্পানির সিল সহ , একটি রিসিভ কপি নিজেদের কাছে সংরক্ষণ করতে হবে।

নমুনা 

তারিখঃ ০২/০১/২০২২ ইং                                                               

প্রতি, 

মোঃ আব্দুল মান্নান

মহাব্যবস্থাপক 

আশা ক্লোথিং কোম্পানী লিঃ 

বঙ্গবন্ধু রোড, টঙ্গাবাড়ী, ঢাকা।

বিষয়ঃ র‍্যাপ প্রিন্সিপাল/সিটিপ্যাট নীতিমালা মানিয়া চলা প্রসঙ্গে।

জনাব,                                                                                                           

আপনারা অবগত আছেন যে, কর্টজ এ্যাপারেলস লিঃ একটি শতভাগ রপ্তানীমুখী ও C-TPAT Oriented শিল্প প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্টানটি সম্পুর্ণভাবে র‍্যাপ প্রিন্সিপাল এবং সিটিপ্যাট নীতিমালা ও বায়ারদের কোড অব কন্ডাক্ট মানিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। অত্র কারখানায় প্রিন্টিং সুবিধা না থাকায় প্রয়োজনীয় প্রিন্টিং কাজের জন্য আপনার সহযোগীতা প্রয়োজন। উল্লেখ্য যে, আপনার কারখানায় নিয়োজিত শ্রমিকদের র‍্যাপ প্রিন্সিপাল ও সিটিপ্যাট নীতিমালার উপর প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন। বিধায় র‍্যাপ প্রিন্সিপাল এবং সিটিপ্যাট নীতিমালা ও বায়ারদের কোড অব কন্ডাক্ট সমূহ মানিয়া চলার জন্য বিনীত অনুরোধ করছি।

অতএব, আপনার সদয় কার্যক্রমের জন্য র‍্যাপ প্রিন্সিপাল এবং সিটিপ্যাট নীতিমালা অত্র পত্রের সাথে সংযুক্ত করা হইল।

বিনীত,

মোঃ রাকিব সারোয়ার

মহাব্যবস্থাপক, 

কমপ্লায়েন্স বাংলাদেশ . কম (কোম্পানির নাম)