CCTV Camera Policy | Bangla | Sample template Download

পোষাক শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা এর গুরুত্ব অপরিসীম। কমপ্লায়েন্স বাংলাদেশ.কম । ComplianceBangladesh.com (কোম্পানীর নাম) তার প্রতিষ্ঠানের সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থান এবং সংরক্ষিত এলাকায় (Restricted Area ) তে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে।

 

কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে নিন্মোক্ত নীতিমালা অনুসরন করে থাকেঃ

১। প্রধান গেট, সকল ফ্লোরের গেট এবং সংরক্ষিত এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

২। সিসিটিভি  ক্যামেরা দ্বারা ২৪ ঘন্টা সকল চলাচলের ভিডিও সংরক্ষন এবং নিরাপত্তা হুমকি পর্যবেক্ষন করা হয়।

৩। সিসিটিভি ক্যামেরা এর মনিটর এমন স্থানে বসানো হয়েছে যেখানে সর্বসাধারনের প্রবেশ নিষেধ।

৪। নিরাপত্তা কর্মকর্তা প্রতিদিন ৪ বার পর্যবেক্ষন করে দেখে সব ক্যামেরা সঠিকভাবে কাজ করিতেছে কিনা এবং নির্দ্দিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করেন।

আরও দেখতে পারেন

CTPAT Policy- 10. Container Security Policy

CTPAT Policy- 11. Bolt Seal Policy

CTPAT Policy- 12. Shipment Escort Policy

৪। নিরাপত্তা কর্মকর্তা প্রতিদিন ৪ বার পর্যবেক্ষন করে দেখে সব ক্যামেরা সঠিকভাবে কাজ করিতেছে কিনা এবং নির্দ্দিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করেন।

৫। সিসিটিভি ক্যামেরা এর মাধ্যমে ধারনকৃত অংশ কমপক্ষে ৪৫ দিন পর্যন্ত সংরক্ষন করে রাখা হয় এবং প্রতিদিন নিরাপত্তা কর্মকর্তা ধারনকৃত অংশ চেক করে দেখেন।

৬। ৪৫ দিন পর সকল ধারণকৃত অংশ থেকে গুরুত্বপূর্ণ অংশবিশেষ এবং লোডিং চলাকালীন সময়ের অংশবিশেষ Compact Disk এ রেকর্ড করে রাখা হয় এবং বাকি অংশ মুছে ফেলা হয়।

৭। প্রতিমাসে একবার করে সকল ক্যামেরা ভালোভাবে চেক করা হয় এবং প্রতিটি ক্যামেরা পরিস্কার করা হয়।

” CCTV Camera Policy ” নিম্ন বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।