Visitor Policy

Visitor Policy

বিভিন্ন সময় দর্শনার্থী কারখানায় প্রবেশ করে থাকে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তির সাথে দেখা করার জন্য। কমপ্লায়েন্স বাংলাদেশ.কম (Compliance Bangladesh.com) (কোম্পানীর নাম) কর্তৃপক্ষ কারখানায় আগত কোন দর্শনার্থীদের দ্বারা যাতে প্রতিষ্ঠানের কোন ক্ষতিগ্রস্ত না হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখে।

কমপ্লায়েন্স বাংলাদেশ.কম (Compliance Bangladesh.com) (কোম্পানীর নাম) কর্তৃপক্ষ দর্শনার্থীদের ক্ষেত্রে নিন্মোক্ত নীতিমালা অবলম্বন করে থাকেঃ

০১। কোন দর্শণার্থী কারখানায় প্রবেশকালে প্রবেশ দ্বারে তাকে নিরাপত্তা কর্মীদের কাছে পরিচয় প্রদান করতে হবে এবং কাঙ্খিত ব্যক্তির নাম ও আগমনের কারন জানাতে হবে।

০২। দর্শনার্থী যার কাছে এসেছেন নিরাপত্তা কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করে দর্শণার্থীর পরিচয় ও আগমনের কারণ সম্পর্কে নিশ্চিত হবেন এবং দর্শনার্থীর কাছে পরিচয়পত্র দেখতে চাইবেন।

০৩। দর্শনার্থী তার পরিচয়পত্র প্রদর্শন করবেন, যদি পরিচয়পত্র না থাকে তবে ব্যবসায়িক কার্ড বা অন্য কোন উপায়ে তার পরিচিতি নিশ্চিত করবেন।

০৫। এরপর নিরাপত্তা কর্মকর্তা দর্শনার্থীদের দেহ ও ব্যাগ মেটাল ডিটেক্টর মেশিন দ্বারা তল্লাশী করার পর নির্ধারিত রেজিষ্টারে তার সমস্ত বিবরন (নাম, ঠিকানা, আগমনের সময়, আগমনের কারণ) লিপিবদ্ধ করার পর “ID Card/ Badge” প্রদান পূর্বক দর্শণার্থীকে কারখানার ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

০৬। দর্শনার্থী যার নিকট এসেছেন তার নিকট যাওয়া পর্যন্ত একজন নিরাপত্তা কর্মী অবশ্যই তার সাথে অবস্থান করবেন।

০৭। দর্শনার্থীগন শুধুমাত্র অফিস কক্ষগুলোতেই প্রবেশাধীকার সংরক্ষন করবেন। যদি কখনো কোন দর্শনার্থীর অফিস কক্ষ ব্যতীত অন্যত্র কোথাও প্রবেশের প্রয়োজনীয়তা দেখা দেয় তবে তার সাখে একজন দায়ীত্বশীল কর্মকর্তা বা নিরাপত্তা প্রহরী অবস্থান করবেন।

০৮। দর্শনার্থী পরিদর্শন শেষে কারখানা ত্যাগ করার পূর্বে তার নিকট থেকে “ঠরংরঃড়ৎ ওউ ঈধৎফ” টি সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত রেজিষ্টারে কারখানা ত্যাগের সময় উলে­খপূর্বক তার স্বাক্ষর রাখা হবে।

০৯। দর্শনার্থীদের সাথে প্রতিষ্ঠানের সকল ব্যবস্থাপক, কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীগন সৌজন্যমূলক আচরন করবেন।

 

দর্শনার্থীদের গাড়ী সংরক্ষনঃ

০১। দর্শনার্থীগন কারখানার অভ্যন্তরে প্রবেশের পর দর্শনার্থীদের জন্য সংরক্ষিত স্থানে গাড়ী পার্কিং করবেন।

০২। দর্শনার্থীর গাড়ীটি নির্দ্দিষ্ট স্থানে পার্ক করার পর নিরাপত্তা কর্মকর্তা নির্দ্দিষ্ট পদ্ধতিতে গাড়ীটি চেক করার পর দর্শনার্থীকে কারখানায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

০৩। দর্শনার্থীদের সাথে আগত গাড়ীর ড্রাইভারকে একটি নিদ্দিষ্ট পরিচয়পত্র দেওয়া হবে এবং পরিচয়পত্রের নম্বর অনুযায়ী গাড়ীতে একটি কোড নম্বর লাগিয়ে দিতে হবে।

০৪। দর্শনার্থীদের সাথে আগত গাড়ীর ড্রাইভার একটি নির্দ্দিষ্ট স্থানে অবস্থান করবেন, তিনি কারখানার যত্রতত্র বা কারখানার বাহিরে যেতে পারবেন না।

যদি কোন দর্শনার্থী এই নীতিমালা মানতে অনাগ্রহী হন তবে কর্তৃপক্ষ তাকে কারখানায় প্রবেশের অনুমতি দিতে বাধ্য নন।

নিম্ন বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?

আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।

চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।