Waste Disposal Policy

Waste Disposal Policy

ভূমিকাঃ
কমপ্লায়েন্স বাংলাদেশ.কম (Compliance Bangladesh.com) (কোম্পানীর নাম) এর কর্তৃপক্ষ কারখানায় উৎপাদন প্রক্রিয়ার বর্জ্য সহ অন্যান্য শক্ত বা তরল যে কোনো প্রকার ময়লা সঠিক উপায়ে অপসারনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ রক্ষায় একটি সুনির্দিষ্ট নীতি অনুসরন করে।

Wastage Jhute/ Wastage poly / Wastage Plastic/ Wastage Glass/ Westage light/ Empty Dram / Westage Matel ইত্যাদি ফ্লোর থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে Wastage Godown এ রাখা হয়। এবং পরবর্তীতে এগুলোর সাপ্লায়ারের কাছে রিসাইকেল এর জন্য ফেরৎ / নির্দিষ্ট স্থানে ( ডিস্পোজাল এরিয়ায়) পাঠানো হয়।

Waste-1 (Waste Jhute) Disposal Policy:

অব্যবহৃত টুকরা কাপড়, ফেব্রিকের ঝুট বা রিজেক্ট কাটপিস ইত্যাদি এগুলো ফ্লোরে রক্ষিত ডাস্টবিনে জমা হয়। ফ্লোর থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে Waste Godown এ রাখা হয় এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য অন্তত মাসে একবার বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

নীতিমালা সমূহ:

১. উৎপাদন ফ্লোর হইতে সে সমস্ত ঝুট তৈরি হয়, সে গুলিকে নির্দিষ্ট প্লাষ্টিক কন্টেইনার/বস্তাতে রাখতে হবে।
২. ঝুট গুলোকে কন্টেইনার/বস্তা ভরে টানা যাবে না। এতে ফ্লোর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৩. ঝুটগুলো উৎপাদন ফ্লোর হইতে এনে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। অর্থাৎ যেখানে চোঙা/বস্তা রয়েছে সেখানে।
৪. ঝুট নিষ্কাশনের সময় ক্লিনারদের অবশ্যই সব সময় মাষ্ক ব্যবহার করতে হবে।
৫. ঝুট ফেলার/ রাখার জায়গা সব সময় পরিষ্কার, পরিচ্ছন্ন এবং শুকনা রাখতে হবে।
৬. উল্লেখ্য যে, ঝুট বহন করে নিয়ে যাওয়ার সময় নজরদারী রাখতে হবে।
৭. ঝুট গুলোকে কোন অবস্থাতেই ভেজানো যাবে না। এতে বাছাই করণে অসুবিধা হবে এবং এর ফলে অন্যান্য ঝুটগুলোও ভিজে যাবে।
৮. ভিজা ও ময়লা ঝুট ক্লিনারগণ চোঙা বা বস্তা দিয়ে বাহিরে ফেলতে পারবেনা শুধুমাত্র সুইপার বাহিরে নিয়ে ফেলবেন।
১০.ঝুট গুলোকে ঝুট ফেলার চোঙা বা বস্তার উপর এমন ভাবে রাখতে হবে যেন কোন অবস্থাতেই ঝুট পড়ে গিয়ে ঝুট ফেলার জায়গা নষ্ট না করে।
১১. ঝুট ফেলার পর চোঙা অবশ্যই ছিটকিনি দ্বারা বদ্ধ রাখতে হবে।
১২. ঝুট ফেলার ঘর সব সময় তালা বদ্ধ রাখতে হবে। শুধু নির্দিষ্ট সময়ে নিষ্কাশনের সময় নির্ধারিত কমিটির উপস্থিতিতে খোলা বন্ধ করা হবে।
১৩. ঝুট, পলি এবং কার্টুন আলাদা আলাদা ভাবে ফেলতে হবে। যেন আলাদা আলাদা ভাবে বাছাই করা যায়।
১৪. ঝুট সঠিকভাবে ফেলা হচ্ছে কিনা তাহা স্ব-শরীরে গিয়ে দেখতে হবে।
১৫. ঝুট ঘর সব সময় তালা বদ্ধ রাখতে হবে এবং পরিষ্কার করার পর সিকিউরিটি ঝুটঘর তালা বদ্ধ করবে।
১৬. ঝুট ফেলার প্রক্রিয়াটি সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য প্রয়োজনে চেকার, ক্লিনারদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করা যেতে পারে।
১৭. ক্লিনার/চেকারগণ ঝুট ফেলার কথা বলে এইচ আর ডি বিভাগের অনুমতি ছাড়া কোন অবস্থাতেই বাহিরে যেতে পারবে না।
১৮. ক্লিনারগণকে অবশ্যই আই ডি কার্ড পরিধান করতে হবে।
১৯. সর্বোপরি ক্লিনারগণ পান বা তামাক জাতীয় দ্রব্য সেবন করতে পারবে না।

ঝুট ফেলার সময় কালঃ
১. প্রথম ঝুট ফেলা যাবে ৮ ঘটিকার দিকে।
২. ১০:০০ ঘটিকায় ২য় বার ঝুট ফেলা যাবে।

সংরক্ষনের স্থান:
ঝুট রাখার ঘরের নির্দ্দিষ্ট স্থান ।

Waste -2 (Empty Cartoon) Disposal Policy:

অব্যবহৃত কার্টুন ফ্লোর থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে Waste Godown এ নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয় এবং পরবর্তীতে এগুলো রিসাইকেলের জন্য বর্জ্য সংগ্রহকারী অথবা প্রস্তুুতকারকের নিকট বিক্রি / ফেরৎ দেওয়া হয়।

compliance bangladesh

Waste -3 (Empty Thread Cone) Disposal Policy:

খালি সুতার কোন ফ্লোর থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয় এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -4 (Waste Poly) Disposal Policy:

অব্যবহৃত এবং বাতিল পলি ফ্লোর থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয় এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -5 (Waste Paper) Disposal Policy:

অব্যবহৃত, পুরাতন এবং বাতিল কাগজ ফ্লোর, অফিস থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয় এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -6 (Waste Plastic) Disposal Policy:

অব্যবহৃত এবং বাতিল প্লাস্টিক ফ্লোর থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয় এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -7 (Food Waste) Disposal Policy:

এগুলো রক্ষিত ডাষ্টবিনে জমা হয় এবং পরিমাপ করে প্রতি দিনের উচ্ছিষ্ট খাদ্য সিটি কর্পোরেশনের ডাষ্টবিনে ফেলা হয়। যা সিটি কর্পোরেশনের ক্লিনার দ্বারা পরিস্কার করা হয়।

Waste -8 (Waste Wood) Disposal Policy:

Broken Wooden box, Wastage Table, Chair, Wastage Funiture গুলো প্রথমে রিপেয়ার করা হয়। যে গুলো রিপেয়ার করা সম্ভব হয়না সে গুলো বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে পরিমাপ করে সাময়িক রাখা হয় এবং পরবর্তীতে এগুলো  রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -9 (Broken Glass) Disposal Policy:

অব্যবহৃত, ভাঙ্গা এবং পুরাতন গ্লাস ফ্লোর এবং অনান্য রুম থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয় এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -10 (Waste Metal) Disposal Policy:

Wastage Boiler / Wastage Iron Rod/ Unusable Machinery, Parts / Wastage Scissors / Cutter ইত্যাদি প্রথমে রিপেয়ার করা হয় । যে গুলো রিপেয়ার করা সম্ভব হয়না সে গুলো বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয় এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -11 (Waste P.P.E.) Disposal Policy:

অব্যবহৃত, পুরাতন এবং বাতিল পি.পি. ই. সংগ্রহ করে তা পরিমাপ করে বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয়। এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -12 (Medical Waste) Disposal Policy:

Injection Needle, Broken Blade & Other Medical waste সাময়িকভাবে মেডিকেল এর নির্দিষ্ট বাক্সে রেখে একটি নির্দিষ্ট স্থানে (Designated Area) জমা করা হয় এবং পরবর্তীতে এগুলো এর জন্য Medical Agreement এর Local Agent এর মাধ্যমে Disposal করা হয় যাতে এ সকল দ্রব্য আর কখনো ব্যবহার করতে না পারে সে ব্যবস্থা করা হয়।

Waste -13 (Broken or Waste Light) Disposal Policy:

Waste / Broken / Old Light ইত্যাদি প্রথমে গুলো করা হয় । যে গুলো গুলো করা সম্ভব হয়না সে গুলো বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে তা পরিমাপ করে সাময়িক রাখা হয় এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -14 (Old Printer Cartidge) Disposal Policy:

ব্যবহৃত এবং বাতিল Printer Cartidge অফিস থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয়। এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -15 (Burn Oil/ Mobil) Disposal Policy:

Wastage Oil/ Mobil (বার্ন ওয়েল / মবিল) এগুলো প্রথমে শ্রেণীবিন্যাস করা হয় | এগুলোকে পরিমাপ করার পর কেমিক্যাল স্টোরে সাময়িক ভাবে নিদ্দিষ্ট ড্রামে সাময়িক সংরক্ষন করা হয় এবং লেবেলিং ও MSDS এর উল্ল্যেখ থাকে। এবং পরবর্তীতে নির্ধারিত বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

নীতিমালা সমূহ:

১. জেনারেটর  হইতে  নিষ্কাশিত বার্ন ওয়েল / মবিল প্রথমে শ্রেনী বিন্যাস করা নির্ধারিত ঢাকনী যুক্ত ড্রামে / কন্টেইনার সংরক্ষন করতে হবে ।

২.  কন্টেইনার/ড্রাম ভরে টানা যাবে না। এতে ফ্লোর /ড্রাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জেনারেটর রুম হইতে এনে পরিমাপ করে কেমিক্যাল স্টোরের নির্দিষ্ট জায়গায় রাখতে হবে।

৩. নিষ্কাশনের সময় অবশ্যই সব সময় পিপিই ব্যবহার করতে হবে।

৪. সংরক্ষন করার জায়গা সব সময় পরিষ্কার, পরিচ্ছন্ন এবং শুকনা রাখতে হবে।

৫. উল্লেখ্য যে, বহন করে নিয়ে যাওয়ার সময় নজরদারী রাখতে হবে।

৬. বার্ন ওয়েল / মবিল এর কন্টেইনার এর ভিতর কোন ভাবেই যনে পানি /অন্য কোন তরল যেন না পড়ে / মিশে।

৭. বার্ন ওয়েল / মবিল এর কন্টেইনার এমনভাবে রাখতে হবে যেন কোন অবস্থাতেই অন্য ভালো কোন লুব্রিকেন্ট এর কন্টেইনার এর সাথে মিশে না যায়। সেক্ষেত্রে লেবেল লাগানো থাকতে হবে।

৮. বার্ন ওয়েল / মবিল এর কন্টেইনার রাখার ঘর সব সময় তালা বদ্ধ রাখতে হবে। শুধু নির্দিষ্ট সময়ে নিষ্কাশনের সময় নিরাপত্তা ও নির্ধারিত কমিটির উপস্থিতিতে খোলা বন্ধ করা হবে।

৯.  বার্ন ওয়েল / মবিল প্রক্রিয়াটি সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য প্রয়োজনে চেকার, ক্লিনারদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করা যেতে পারে।

সংরক্ষনের স্থান:   

কেমিক্যাল রুমের নির্দ্দিষ্ট স্থান ।

Waste -16 (Empty Chemical Drum/ Container) Disposal Policy:

ব্যবহৃত, বাতিল  এবং পুরাতন কেমিক্যাল ড্রাম/ কন্টেইনার ব্যবহৃত স্থান থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয়। এবং পরবর্তীতে এগুলো  রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -17 (E-Waste) Disposal Policy:

ব্যবহৃত, পুরাতন এবং বাতিল ইলেকট্রিক বর্জ্য ফ্লোর এবং বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে তা পরিমাপ করে বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয়। এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

Waste -18 (Old Battery) Disposal Policy:

ব্যবহৃত, পুরাতন এবং বাতিল ব্যাটারী সংগ্রহ করে তা পরিমাপ করে বর্জ্য রাখার গোডাউনের (ওয়েস্ট কিপিং গোডাউন) নির্দিষ্ট স্থানে সাময়িক রাখা হয় । এবং পরবর্তীতে এগুলো রিসাইকেল এর জন্য বর্জ্য সংগ্রহকারীকে দেওয়া হয়।

পরিষ্কার করণ:

কারখানার পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নিম্নলিখিত পদ্ধতি গুলো অনুসরন করা হয়:

১। কারখানার প্রতি সিড়িঁতে ময়লা ও কফ থুথু ফেলার জন্য একটি করে পিকদানী দেওয়া রয়েছে।

২। প্রতি ফ্লোরে যথেষ্ট সংখ্যক ময়লা ফেলার ঝুড়ি দেওয়া আছে।

৩। ময়লা এবং নষ্ট জিনিস পত্র পরিস্কারের জন্য প্রত্যেক সেকশনে এবং লাইনে একজন করে ক্লিনার দেওয়া আছে ।

৪। টয়লেট পরিস্কার সহ অন্যান্য ময়লা পরিস্কারের জন্য প্রত্যেক ফ্লোরে সুইপার দেওয়া আছে।

ফ্লোরের সকল ময়লা নিদির্ষ্ট ঝুড়িতে ফেলা হয় উক্ত ঝুড়ি গুলো প্রতিদিন ক্লিনার / সুইপার পরিস্কার করে এবং কারখানার বাইরে সিটি কর্পোরেশন এর ডাষ্টবিনে ফেলে দেওয়া হয় । যা সিটি কর্পোরেশন কর্তৃক ডিসপোজ হয়।

সেনিট্রেশন এর পানি, ব্যবহারিত ময়লা পানি এবং প্রবাহিত পানি সেনিট্রেশন পাইপ দিয়ে সিটি কর্পোরেশনের ড্রেইনে চলে যায়।

_______ Waste Disposal Policy _______

নিম্ন বাটনে ক্লিক করে পলিসি টি ডাউনলোড করে নিন।

এই ধারাবাহিক পর্বের বাকি সোশাল পলিসিগুলোর জন্য নিম্ন লিংকে ভিজিট করুনঃ  

” Social Policy 

এই প্রথম Compliance Bangladesh Dot Com এ ভিজিট করছেন?

আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।

চলুন মেইন পেজ যাই  আর সব টপিকগুলো দেখি

মেইন পেজ