Shipment Escort Policy
কমপ্লায়েন্স বাংলাদেশ ডট কম (Compliance Bangladesh.com) (কোম্পানির নাম) কর্তৃপক্ষের উদ্দেশ্য হলো কন্টেইনার/ কভার্ড ভ্যানের গতিবিধি অনুসরণের মাধ্যমে দ্রুত সময়ে পন্য ক্রেতার নিকট পৌছে দেওয়া এবং পন্যের সত্যতা নিশ্চিত করা।
কমপ্লায়েন্স বাংলাদেশ ডট কম (Compliance Bangladesh.com) (কোম্পানির নাম) কর্তৃপক্ষ কন্টেইনার/ কভার্ড ভ্যান যাতায়াত নিয়ন্ত্রনে নিন্মোক্ত নীতিমালা গ্রহন করেছেঃ
০১। রপ্তানীযোগ্য পন্য কভার্ড ভ্যান/কন্টেইনারে পন্য লোডিং করার পর নিরাপত্তা কর্মকর্তা গাড়ির রেজিষ্ট্রেশন নম্বর, চালকের নাম, ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং মোবাইল নম্বরটি নির্দিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করবেন এবং চালককে পণ্যের চালান প্রদান করে গাড়ি ছাড়ার অনুমতি প্রদান করবেন এবং গাড়িটির লোডিং এরিয়া ছেড়ে যাবার সময় লিপিবদ্ধ করবেন।
০২। কারখানা ত্যাগের পূর্বে চালককে গন্তব্যস্থলে পৌছানোর একটি গ্রহনযোগ্য সময় নির্ধারন করে যাতায়াতের রোড ম্যাপ প্রদান করতে হবে, যেখানে কন্টেইনার/ কভার্ড ভ্যান কোথায় থামানো যাবে তা চিহ্নিত করা থাকবে।
০৩। গাড়িটি কারখানা ত্যাগ করার সাথে সাথে গাড়ির গন্তব্যে অপেক্ষমান সি এন্ড এফ এজেন্টকে গাড়ি ছাড়ার সময়, রেজিষ্ট্রেশন নম্বর, চালকের নাম, ড্রাইভিং লাইসেন্স নম্বর ও চালকের মোবাইল নম্বর অবহিত করতে হবে এবং গাড়িটি গন্তব্যে পৌাছানোর পর সি এন্ড এফ এজেন্ট গন্তব্যস্থলে পৌছানোর সময় জানাবেন।
০৪। চালক অনুমোদিত স্থান ব্যতীত অন্য কোথাও কন্টেইনার/ কভার্ড ভ্যান থামাতে পারবে না। তবে যদি কখনো কোন কারণে নির্দ্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোথাও কন্টেইনার/কভার্ড ভ্যান থামানোর প্রয়োজনীয়তা দেখা দেয় তবে অবশ্যই কর্তৃপক্ষের সাথে মোবাইলে যোগাযোগের মাধ্যমে তা করতে হবে।
০৫। পথিমধ্যে যদি কখনো পুলিশ চেকিং এর প্রয়োজনীয়তা দেখা দেয়, তবে তা অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে হবে।
০৬। কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত রোড ম্যাপ ব্যতীত অন্য কোন স্থান দিয়ে যাতায়াত করা যাবে না। তবে অনেক ক্ষেত্রে জ্যামের কারনে বা রাস্তা বন্ধের কারণে অন্য কোন রাস্তা দিয়ে যাতায়াত করার প্রয়োজনীয়তা দেখা দিলে কর্তৃপক্ষকে জানিয়ে তা করা যাবে।
০৭। কন্টেইনার/ কভার্ড ভ্যানে অন্যত্র কোন স্থান থেকে কোন পন্য নিতে পারবে না, যদি অন্যত্র কোথাও থেকে কোন পন্য পরিবহন করে তবে কেরিয়ার প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল হয়ে যাবে।
০৮। যদি পণ্যবাহী গাড়িটির যাত্রাকালীন সময়ের মধ্যে কোন অসঙ্গতি পরিলক্ষিত হয় অর্থাৎ গন্তব্যে পৌঁছাতে গ্রহনযোগ্য সময়ের চেয়ে বেশি সময় লাগে তবে তৎক্ষনাৎ বিষয়টি কারখানার ব্যবস্থাপককে অবহিত করতে হবে এবং ঘটনাটি তদন্ত করতে হবে। তদন্তে গ্রহনযোগ্য এবং যুক্তিযুক্ত কোন উত্তর না পাওয়া গেলে প্রয়োজনে সি এন্ত এফ এজেন্টের গুদামে গিয়ে কার্টুনগুলো পুনরায় পরীক্ষনপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করার অধিকার থাকবে।
০৯। এক্সপোর্ট সুপারভাইজার কন্টেইনার/ কভার্ড ভ্যানে পন্য পরিবহনের সময় ড্রাইভারের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে থাকবেন এবং কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষনিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।
Shipment Escort Policy
” Shipment Escort Policy ” পিডিএফ কপিটি নিম্ন বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
এই ধারাবাহিক পর্বে:
এই প্রথম Compliance Bangladesh Dot Com এ ভিজিট করছেন?
আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।
চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।
মেইন পেজ
Recent Comments