Overtime Policy

সূচনা (Introduction):

কমপ্লায়েন্স বাংলাদেশ.কম (Compliance Bangladesh.com) (কোম্পানীর নাম) এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেশের প্রচলিত আইন, আন্তজাতিক শ্রমিক আইন অনুসারে অতিরিক্ত সময় নির্ধারন এবং অতিরিক্ত সময়ের মজুরী সঠিকভাবে প্রদান করে থাকে। র্কমীদের অতিরিক্ত কাজের মজুরী সঠিক ভাবে প্রদানের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রনয়ন করেছে ।

ওভার টাইম নীতিমালাঃ

ক) ওভারটাইম কাজ পুরোপুরি ভাবেই কর্মীদের স্বেচ্ছাধীন ।
খ) কর্মীদের যে কোন সময় ওভারটাইম প্রত্যাখান করার অধিকার আছে ।

 

আমরা ওভার টাইমকে নিম্নোক্ত গন্ডির মধ্যে সীমিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবঃ

ক) ওভারটাইম সহ দৈনিক কর্মঘন্টা হবে ১০ ঘন্টা ।
খ) ওভারটাইম সহ সাপ্তাহিক কর্মঘন্টা হবে ৬০ ঘন্টা ।

 

আমরা নিশ্চিত করব যে, সকল কর্মী ওভারটাইম ডিউটি করার আগে স্ব-প্রনোদিত একটি স্বেচ্ছাধীন অতিরিক্ত কার্যঘন্টা শীটে স্বাক্ষর করবেন ।

কোন আকস্মিক এবং অনিবার্য কারনে ওভারটাইম সহ সপ্তাহে ৬০ ঘন্টার বেশী কার্যঘন্টার প্রয়োজন দেখা দিলে এ ব্যাপারে র্কতৃপক্ষের সঙ্গে কর্মীদের সহযোগীতার মনোভাবকে ইতিবাচক ভাবে মূল্যায়ন করা হবে ।

 

ওভারটাইম র্নিনয় পদ্ধতিঃ মূল বেতনের হারের দ্বিগুন ।

মূল বেতন
ওভার টাইম নির্নয়ের সুত্রঃ           ————— x ২ = ঘন্টা প্রতি ওভার টাইমের হার।
২০৮

 

কর্তৃপক্ষ ইচ্ছে করলে যে কোন সময় এই নীতি পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করতে পারবেন।

নিম্ন বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।