Job Description of a Compliance Officer | Bangla | Download

দায়িত্ব ও কর্তব্য

পদবীঃ অফিসার – কমপ্লায়েন্স।

তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: ব্যাবস্থাপক – কমপ্লায়েন্স ।

মূল দায়িত্ব | Job Description of a Compliance Officer:

  • মানব সম্পদ উন্নয়নে শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া;
  • ব্যক্তিগত নথি এবং অন্যান্য নথি হালনাগাদ রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সার্বক্ষণিক অবহিত করা;
  • কারখানা পরিচালনার ক্ষেত্রে নীতিমালা (Policy) প্রণয়নে সার্বিক সহযোগিতা করা;
  • শ্রমিকদের যাবতীয় অভিযোগ ব্যবস্থাপনার (Grivance Handaling) দায়িত্ব পালনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে সহযোগিতা করা;
  • আইন অমান্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা (Disciplinary Action) পরিচালনায় ঊর্ধ্বতন কর্মকর্তাকে সহযোগিতা করা;
  • কল্যাণ কর্মকর্তার কাজ তদারক করা, পরামর্শ দেয়া ও সহযোগিতা করা;
  • ফ্যাক্টরির প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ, নবায়ন এবং হালনাগাদ কার্যক্রম মনিটরিং করা;
  • ক্রেতাদের আচরণবিধি অনুসারে কারখানা পরিচালনার ক্ষেত্রে মতামত/সুপারিশ পেশ করা;
  • কারখানা চলাকালে অনুমোদিত কর্মঘন্টা অনুসারে কার্যক্রম পরিচালনার নিশ্চয়তা বিধান করা;

 

আরও দেখতে পারেন

Job Description in bangla

JD Sample NO – 03. Job Description – Iron Man

HR Manager Job Description

JD Sample NO – 04. Job Description – HR Manager

admin officer job description
  • কর্মকর্তা-কর্মচারীদের ধার্যকৃত বেতনের সঠিকতা যাচাই করা এবং তৎসংক্রান্ত নথিপত্রাদি রক্ষণাবেক্ষণ এবং হালনাগাদ করা;
  • কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিক পক্ষের যাতে কোনরকম বিরোধ না বাধে সেদিকে সার্বক্ষণিক দৃষ্টি রাখা;
  • শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
  • কারখানার কোনো স্তরে যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সে বিষয়ে সার্বক্ষণিক তদারকি করা। কারখানা অভ্যন্তরে কারো মানবাধিকার লঙ্ঘিত হলে তার প্রতিকার নিশ্চিত করা;
  • ক্রেতা কর্তৃক কারখানা পরিদর্শন বা ইভ্যালুয়েশন উপলক্ষে সকল সেকশনের কাজের সমন্বয়কের দায়িত্ব পালন করা;
  • কারখানার বিধি মোতাবেক যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, মাঝেমাঝে ব্রিফিং প্রদান, প্রশিক্ষণের ব্যবস্থা করা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা;

 

  • এই দায়িত্ব ও কর্তব্যের ফরমেট টি,  শুধু মাত্র পোস্টে উল্লেখিত নামের ” নমুনা কপি ” সর্ম্পকে ধারণা প্রদান করার জন্য প্রকাশ করা হয়েছে।
  • প্রতি কারখানার ” নিদিষ্ট পদের ” দায়িত্ব ও কর্তব্যে বিভিন্ন হতে পারে।
  • ব্যবহারকারী সম্মানিত ব্যাক্তি মহোদয়কে  নিজ কারখানার প্রদত্ত অন্যান্য দায়িত্ব ও কর্তব্য সংযুক্ত করে নমুনা কপিটি ব্যবহারের জন্য অনুরোধ করা হল।

Job description of Compliance Officer | Bangla | Sample Template Download

JD/ দায়িত্ব ও কর্তব্য টি,  নিম্ন বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?

আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।

চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।