HR Manager Job Description

দায়িত্ব ও কর্তব্য

পদবীঃ ব্যবস্থাপক – মানবসম্পদ।

তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: জিএম-মানবসম্পদ ।

মূল দায়িত্বঃ

  • প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সহকারী মহাব্যবস্থাপকের পরামর্শক্রমে উপযুক্ত লোকবল নিয়োগ করা;
  • শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ বৈষম্য যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা;
  • মানব সম্পদ উন্নয়নে নিয়োজিত লোকবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া;
  • অধস্তন কর্মকর্তাদেরকে বিভাগের মাসিক দায়িত্ব বন্টন করা, প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করা এবং কর্তৃপক্ষের নিকট নির্দিষ্ট সময় অন্তর প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা সম্পর্কে রিপোর্ট করা;
  • শ্রমিকদের যাবতীয় অভিযোগ ব্যবস্থাপনার (Grievance Handaling) দায়িত্ব পালন করা, শাস্তিমূলক ব্যবস্থা (Disciplinary Action) পরিচালনা করা;
  • শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে প্রশাসনিক বিষয়াদি নিয়ে আলাপ-আলোচনা করা;
  • ফ্যাক্টরির সিকিউরিটি, স্টোর এবং পারসোনেল সেকশনের রেজিস্টার চেক করা;

আরও দেখতে পারেন

sedex meaning

JD Sample NO – 03. Job Description – Iron Man

  • কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিক পক্ষের যাতে কোনরকম বিরোধ সৃষ্টি না হয় সেদিকে সার্বক্ষণিক দৃষ্টি রাখা;
  • শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
  • কারখানার কোনো স্তরে যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সে বিষয়ে সার্বক্ষণিক তদারকি করা। কারখানা অভ্যন্তরে কারো মানবাধিকার লঙ্ঘিত হলে তার প্রতিকার নিশ্চিত করা;
  • ব্যক্তিগত নথি এবং অন্যান্য নথি হালনাগাদ রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সার্বক্ষণিক মনিটরিং করা;
  • কারখানায় কর্মরত কর্মীদের প্রাপ্য মজুরি নিশ্চিত করা;
  • শ্রমিকদেরকে হয়রানি ও নির্যাতন সংক্রান্ত বিষয়ে তদন্ত পরিচালনা করা এবং তার পরবর্তী কার্যক্রম সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা;
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যান্য আদেশ যথাযথভাবে পালন করা।

 

HR Manager job description sample | Bangla | Template Download

JD/ দায়িত্ব ও কর্তব্য টি,  নিম্ন বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?

আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।

চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।