Transport Agreement
চুক্তিপত্র
এবিসি……………. ট্রান্সপোর্ট এজেন্সি, সমবায় টাওয়ার, …………… …………… …………… .. , গাজীপুর, বাংলাদেশ।
———– প্রথম পক্ষ।
জনাব ……………, …………… ম্যানেজার, কমপ্লায়েন্স বাংলাদেশ.কম, ……………………… , গাজীপুর-১৭০০।
———– দ্বিতীয় পক্ষ।
চুক্তির শর্তাবলী
১। এই চুক্তিপত্র বলবৎ থাকা পর্যন্ত, এবিসি……………. ট্রান্সপোর্ট এজেন্সি ঈ-ঞচঅঞ এর সকল নিয়ম-কানুন মানিয়া চলিবে।
২। নির্দিষ্ট রুটে মালামাল পরিবহন করতে বাধ্য থাকিবে। নির্দিষ্ট স্থানে যাত্রা বিরতি করিতে হইবে।
৩। কোন সমস্যার সম্মুখীন হইলে মোবাইলে সকল তথ্য নির্দিষ্ট কর্মকর্তাদের জানাইতে হইবে। প্রয়োজনে নিকটস্থ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সাথে যোগাযোগ করিতে হইবে।
৪। নির্দিষ্ট সময় মেইন্টেইন করিতে হইবে এবং নির্দিষ্ট স্থান অতিক্রম করিবার সময় রিপোর্ট দিবে।
৫। এবিসি……………. ট্রান্সপোর্ট এজেন্সি মালামাল পরিবহনের ক্ষেত্রে যে সকল ব্যক্তি জড়িত আছেন তাদের সকলের পশ্চাৎ প্রতিপাদন রিপোর্ট তৈরী করিয়া ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করিতে হইবে।
৬। মালামাল/পণ্য কারখানা হতে লোডিং হয়ে সমুদ্র বন্দরে নির্ধারিত ঈড়হংড়ষরফধঃড়ৎ-এর নিকট হস্তান্তর পর্যন্ত এবং এই প্রক্রিয়ায় কোন প্রকার নিরাপত্তা বিঘিœত হইলে তা অবশ্যই সাথে সাথে কমপ্লায়েন্স বাংলাদেশ.কম এর কর্তৃপক্ষকে জানাইতে হইবে।
৭। মালামাল পরিবহনের উদ্দেশ্যে যে যানবাহন ব্যবহৃত হইবে তা কারিগরি মান সম্পন্ন হইতে হইবে।
৮। ড্রাইভার নিয়োগের সময় অবশ্যই লাইসেন্স পরীক্ষা করে নিয়োগদান করিতে হইবে।
৯। ড্রাইভারকে একটি মোবাইল সেট সরবরাহ করিতে হইবে যাহাতে পথিমধ্যে কোন যান্ত্রিক ক্রটি অথবা কোন অসুবিধার সম্মুখীন হইলে কর্তৃপক্ষকে অবগত করানো সম্ভব হয়।
১০। ড্রাইভার নিয়োগের সময় তাহাদের ব্যক্তিগত নথি তৈরী করিতে হইবে এবং তাহাদেরকে পরিচয়পত্র প্রদান করিতে হইবে।
১১। বহনকৃত পণ্য সি.এন্ড.এফ এজেন্ট-এর নিকট হস্তান্তরের পর “বুঝিয়া পাইয়াছি” এই মর্মে একটি সনদপত্র সংগ্রহ করিয়া ফ্যাক্টরীতে জমা দিতে হইবে।
চলমান পাতা-৩/১
১২। এবিসি……………. ট্রান্সপোর্ট এজেন্সি ১ম পক্ষ, যাহা ২য় পক্ষ কমপ্লায়েন্স বাংলাদেশ.কম, সকল আমদানী ও রপ্তানী পন্যবাহী গাড়ীসমূহ নির্দিস্ট রাস্তা ব্যবহার করিবে। যদি উক্ত রাস্তা কোন ক্রমে ব্যবহারে সমস্যা হয়, তাৎক্ষনিক তা ২য় পক্ষকে মোবাইলে অবহিত করে নি¤œলিখিত বিকল্প রাস্তা ব্যবহার করিবে।
ক। রপ্তানী পন্য বহনের ক্ষেত্রে প্রথম রাস্তা ঃ
কমপ্লায়েন্স বাংলাদেশ.কম, বাইপাস- ভোগড়া, মিরের বাজার, কানঞ্চন, গাউছিয়া, মদনপুর, দাউদকান্দি, কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম (গন্তব্যস্থল)।
খ। রপ্তানী পন্য বহনের ক্ষেত্রে দ্বিতীয় রাস্তা ঃ
কমপ্লায়েন্স বাংলাদেশ.কম বাইপাস – ভোগড়া ,টঙ্গী, উত্তরা, মালিবাগ, যাত্রাবাড়ী , সাইনবোর্ড, কাঁচপুর, দাউদকান্দি, কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম (গন্তব্যস্থল)।
গ। আমদানী পন্য বহনের ক্ষেত্রে প্রথম রাস্তা ঃ
চট্রগ্রাম ফেনী কুমিল্লা, দাউদকান্দি, মদনপুর গাউছিয়া, কানঞ্চন, মিরের বাজার, বাইপাস, গাজীপুর (গন্তব্যস্থল)।
ঘ। আমদানী পন্য বহনের ক্ষেত্রে দ্বিতীয় রাস্তা ঃ
চট্রগ্রাম, ফেনী, কুমিল্লা, দাউদকান্দি, কাঁচপুর, সাউনবোর্ড, যাত্রাবাড়ী, মালিবাগ, উত্তরা, টঙ্গি, বাইপাস, গাজীপুর (গন্তব্যস্থল)।
আমদানী এবং রপ্তানী পন্য বাহী গাড়ী চলাচলের ক্ষেত্রে নি¤œলিখিত সম্ভব্য সমস্যা/ দূর্ঘটনা হতে পারে। এসব সমস্যা/ দূর্ঘটনা হলে তৎক্ষনাত কারখানা কর্তৃপক্ষ/ স্থানীয় প্রশাসন/ কাস্টমস্কে অবহিত করিতে হইবে।
সম্ভাব্য সমস্যা/ দূর্ঘটনাগুলো হলো নি¤œরূপঃ
১. গাড়ীর যান্ত্রিক ত্রুটি।
২. গাড়ীর দুর্ঘটনা।
৩. আইন প্রয়োগকারী সংস্থার সন্দেহ জনক অনুসন্ধান।
৪. প্রাকৃতিক দুর্যোগের শিকার ।
৫. দুস্কৃতকারীর সম্ভাব্য হস্তক্ষেপ ইত্যাদি।
ক। আমদানী এবং রপ্তানী পন্যবাহী গাড়ী সমূহ উল্লেখিত পয়েন্টে যাত্রা বিরতি (৫-১৫ মিনিট) করবেন, দাউদকান্দি কুমিল্লা / ফেনী। উল্লেখ্য যে, গাড়ীতে সম্ভাব্য ত্রুটি দেখা দিলে ও উপরোল্লেখিত স্থানে মেরামতের কাজ সারাতে হইবে।
খ। আমদানী এবং রপ্তানী পন্যবাহী গাড়ী সমূহ গন্তব্যস্থানে পৌছাতে সম্ভাব্য ১০ ঘন্টার বেশি সময় ব্যয় করিতে পারিবে না। ১০ ঘন্টার বেশি লাগিলে ২য় পক্ষকে অবহিত করতে হবে।
গ। দাউদকান্দি ষ্টেশনে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি নিতে হইবে। যদি কোন বিশেষ কারণে দাউদকান্দিতে খাবার বিরতি সম্ভব না হয়, সেক্ষেত্রে কুমিল্লা ষ্টেশনে খাবারের জন্য বিরতি করিতে হইবে এবং মোবাইলে ২য় পক্ষকে অবহিত করিতে হইবে।
চলমান পাতা- ৩/২
ঘ। খাবার বা অন্যকোন কারনে বিশ্রামের জন্য গাড়ী কোথাও থামাইতে হইলে অনুমদিত স্থানে থামাইতে হবে এবং গাড়ীর নিরাপত্তার জন্য পালাক্রমে নিয়োজিত থেকে উল্লেখিত কার্যক্রম সমাধান করিতে হইবে। সে ক্ষেত্রেও ২য় পক্ষকে মোবাইলে অবহিত করিতে হইবে।
১৩। এই চুক্তি মোট ৩ (তিন) বৎসরের জন্য অর্থাৎ ৫ই জানুয়ারী ২০১৬ইং তারিখ হইতে ৪ই জানুয়ারী ২০১৯ ইং মেয়াদ পর্যন্ত বলবৎ থাকিবে। উভয় পক্ষের সম্মতিতে এই চুক্তি মেয়াদান্তে পুনরায় নবায়ন করা যাইতে পারে।
১৪। যে কোন পক্ষ এই চুক্তির কোন শর্ত ভঙ্গ করিলে এই চুক্তি বাতিল বলিয়া গণ্য হইবে।
১৫। এই বাণিজ্যিক চুক্তি ক্ষেত্রে দুই পক্ষের আর্থিক সচ্ছলতা থাকতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ সরূপ ট্রান্সপোর্ট সরবরাহকারী কোম্পানী কমপ্লায়েন্স বাংলাদেশ.কম কে তাদের ব্যাংক সল্ভেন্সি সার্টফিকেট প্রদান করবে। যদি কখনো প্রতিয়মান হয় যে ১ম পক্ষ এবিসি……………. ট্রান্সপোর্ট এজেন্সি আর্থিকভাবে অসচ্ছল বা দেউলিয়া, ২য় পক্ষ কমপ্লায়েন্স বাংলাদেশ.কম কোন শর্ত ছাড়াই চুক্তি ভংগ করিবার ক্ষমতা রাখে।
১৬। চুক্তির ক্ষেত্রে সরবরাহকারী কোম্পানীর অতীত ইতিহাস যাচাই সাপেক্ষে ২য় পক্ষ কমপ্লায়েন্স বাংলাদেশ.কম, ১ম পক্ষ এবিসি……………. ট্রান্সপোর্ট এজেন্সি এর সাথে চুক্তির সম্পাদন করবে। যাচাইয়ের সময় সরবরাহকারী কোম্পানীর বাণিজ্যিক কার্যক্রম, ব্যাংক সল্ভেন্সি, নিয়োগ প্রক্রিয়া, ব্যবসায়ীক বৈধতার সনদ, আচরণ বিধি এবং বিভিন্ন সেবা সমূহ বিবেচনা করা হবে। যদি কখনো প্রতিয়মান হয় যে ১ম পক্ষ এবিসি……………. ট্রান্সপোর্ট এজেন্সি অবৈধ বা বে-আইনী কাজে লিপ্ত, ২য় পক্ষ কমপ্লায়েন্স বাংলাদেশ.কম কোন শর্ত ছাড়াই চুক্তি ভংগ করিবার ক্ষমতা রাখে।
১৭। ২য় পক্ষ কমপ্লায়েন্স বাংলাদেশ.কম, ১ম পক্ষ নোমান ট্রান্সপোর্ট এর সাথে চুক্তির ক্ষেত্রে নিয়োগ নীতিমালা যাচাই করবে। নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, বায়ার সি ও সি, শিশু শ্রম, কিশোর শ্রম, দাসত্বমূলক শ্রম, জোরজবদস্তিমূলক শ্রম, মানব পাচার, বৈষম্য, হয়রানী ও অপব্যাবহার, সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাই রাহাজানী সহ সকল প্রকার অনৈতিক ও বে-আইনী বিষয় সমূহ বিবেচনা করে শ্রমিক নিয়োগ প্রদান করবে। যদি কখনো প্রতিয়মান হয় যে ১ম পক্ষ এবিসি……………. ট্রান্সপোর্ট এজেন্সি, (ট্রান্সপোর্ট সরবরাহকারী কোম্পানী) অবৈধ বা বে-আইনী কাজে লিপ্ত, ২য় পক্ষ কমপ্লায়েন্স বাংলাদেশ.কম কোন শর্ত ছাড়াই চুক্তি ভংগ করিবার ক্ষমতা রাখে।
১৮। গোপনীয়তাঃ ১ম পক্ষ ও তার নিয়োজিত কর্মীগণ প্রত্যেকে কঠোর গোপনীয়তা অবলম্বন করবেন এবং কোম্পানী সংক্রান্ত কোন তথ্য কাগজ-পত্রাদি অন্য কোন ব্যক্তি বা পক্ষের সম্মুখে প্রকাশ করিবে না।
১৯। যেহেতু কমপ্লায়েন্স বাংলাদেশ.কম সিটিপ্যাড সার্টিফাইড ফ্যাক্টরী সেহেতু প্রতিনিয়ত অত্র কোম্পানীর ইন্টারনাল অডিটর আপনার কোম্পানীতে যে কোন সময় ঘোষিত/ অঘোষিত অডিট করিতে পারিবে এবং উক্ত অডিট আপনার ফ্যাক্টরী পরিদর্শন করিয়া লিখিত একটি রিপোট কমপ্লায়েন্স বাংলাদেশ.কম এর কার্য্যালয়ে জমা করিবেন। কার্য্যালয়কে ইহার একটি গৃহীত ব্যবস্থার সংশোধনী রিপোর্ট (ঈড়ৎৎবপঃরাব অপঃরড়হ চষধহ) জমা দিতে হইবে।
প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ
এবিসি……………. ট্রান্সপোর্ট এজেন্সি
স্বাক্ষীগণের স্বাক্ষর স্বাক্ষীগণের স্বাক্ষর
০১) ০১)
০২) ০২)
পাতা ৩/৩
Download
আসুন ” Transport Agreement” টি ডাউনলোড করি
RCS Audit Checklist | PDF DOWNLOAD
Need RCS Audit Checklist? Let’s download pdf copy and get preparation | আসুন অডিটের জন্য চেকলিস্ট টি ডাউনলোড করে নেই।
ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ ( Dhaka Imarat Nirman Bidhimala-2008 )
ঢাকার রাজঊক আওতাধীন এলাকার এই বিধিমালাটি প্রযোজ্য। Dhaka Imarat Nirman Bidhimala-2008 / ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ ডাউনলোড করতে পারবেন এই লিংকে
Clarification of New Minimum Wages for garments by BGMEA
Clarification of New Minimum Wages for garments by BGMEA. Let’s download
Internal audit report format | download | Post No 5
After internal audit, a report must generate. Let’s download internal audit report format
Internal audit checklist | Post No 05
ইন্টার্নাল অডিট চেকলিস্ট ( Internal Audit checklist ) | Post No 05 আজ আমরা আলোচনা করবো, ইন্টার্নাল অডিট চেকলিস্ট ( Internal Audit checklist ) নিয়ে। এটি আমাদের এই সিরিজের ০৫ নাম্বার পোস্ট। আচ্ছা, Internal Audit checklist (ইন্টার্নাল অডিট চেকলিস্ট) কারখানা...
Minimum Wage (Proposed) Gazette 2023 Minimum wage bangladesh
For revisioning minimum wage bangladesh, a proposed minimum wage gazette publised for review.
Training for Internal Auditor | Internal Audit | Post no 04
A internal auditor need training before conducted a audit. Let’s learn and download training for internal auditor format
Office Order for Internal Auditor | Post No 03
An office order needed for internal auditor. let’s download office order for internal auditor.
Recent Comments