Payroll Officer Job Description | Bangla | Download

 দায়িত্ব ও কর্তব্য

পদবীঃ পেরোল অফিসার।

তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: ব্যাবস্থাপক – মানবসম্পদ এবং এডমিন ।

মূল দায়িত্ব Accountant Job Description : 

  • প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (HRIS) পরিচালনা করা;
  • প্রতিদিনের উপস্থিতি, অনুপস্থিতি রেকর্ড রাখা;
  • হাজিরা সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ ও সংরক্ষণ করা;
  • হেড কাউন্টের মাধ্যমে সরেজমিনে চেক করে সঠিক উপস্থিতি হিসাব করা;
  • হাজিরা সংক্রান্ত যেকোন সমস্যা পরীক্ষা করা এবং এগুলো সমাধান ও রেকর্ড সংরক্ষণ করা;
  • শ্রমিক/কর্মচারী নিয়োগের সাথে সাথে পরিচয়পত্র প্রদান করা;
  • নতুন নিয়োগ প্রাপ্ত শ্রমিকদের হাজিরা পদ্ধতি বুঝিয়ে দেয়া;
  • অনুপস্থিতির তালিকা প্রকাশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
  • নিয়োগপ্রাপ্তদের পার্সোনাল ফাইল সফটওয়্যারে আপলোড করা;
  • বিনানুমতিতে ১০ দিনের অধিক অনুপস্থিতদের তালিকা প্রস্তুত করা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
  • শ্রমিক-কর্মচারীর ছুটির হিসাবের সঠিকতা নিশ্চিত করা;
  • বেতন বিবরণী প্রস্তুতকরণের সকল তথ্য-উপাত্ত প্রতিদিন আপডেট রাখা;
  • বাৎসরিক ইনক্রিমেন্ট রিপোর্ট তৈরি করা;
  • শ্রমিকদের ওভার টাইম ভাতার হিসাব সংরক্ষণ করা;
  • জয়েনিং রিপোর্ট, লিভ রিপোর্ট, রিজাইন রিপোর্ট চেক করা;
  • পদত্যাগকারী ব্যক্তিগণের ছাড়পত্র সম্পন্ন করা;
  • বার্ষিক ছুটির রেকর্ড সংরক্ষণ করা;
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যুক্তিসঙ্গত অন্যান্য আদেশ মেনে যথাযথভাবে দায়িত্ব পালন করা।

 

আরও দেখতে পারেন

Job Description in bangla

JD Sample NO – 03. Job Description – Iron Man

HR Manager Job Description

JD Sample NO – 04. Job Description – HR Manager

 

  • এই দায়িত্ব ও কর্তব্যের ফরমেট টি,  শুধু মাত্র পোস্টে উল্লেখিত নামের ” নমুনা কপি ” সর্ম্পকে ধারণা প্রদান করার জন্য প্রকাশ করা হয়েছে।
  • প্রতি কারখানার ” নিদিষ্ট পদের ” দায়িত্ব ও কর্তব্যে বিভিন্ন হতে পারে।
  • ব্যবহারকারী সম্মানিত ব্যাক্তি মহোদয়কে  নিজ কারখানার প্রদত্ত অন্যান্য দায়িত্ব ও কর্তব্য সংযুক্ত করে নমুনা কপিটি ব্যবহারের জন্য অনুরোধ করা হল।

Payroll Officer Job description  | Bangla | Sample Template Download

JD/ দায়িত্ব ও কর্তব্য টি,  নিম্ন বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?

আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।

চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।