Office Peon Job Responsibilities | Bangla | Download

 দায়িত্ব ও কর্তব্য

পদবীঃ পিয়ন।

তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: ব্যাবস্থাপক –  এডমিন ।

মূল দায়িত্ব । office peon job responsibilities : 

১) দাপ্তরিক যাবতীয় আদেশ নির্দেশ মোতাবেক কাজ করা;
২) র্কমর্কতাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা এবং তাদের দপ্তর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা;
৩) অফিসি আগত অতিথিদের তথ্য যথাযথ র্কতৃপক্ষকে অবহিত করা এবং নির্দেশনা সাপেক্ষে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা;
৪) বিভাগীয় র্কমর্কতাদের পানি পানসহ এ জাতীয় অন্যান্য আদেশ পালন করা;
৫) র্কতৃপক্ষের বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত না থাকা এবং র্কমর্কতারা অফিসি থাকাকালে অফিস ত্যাগ না করা;
৬) মিটিংএর জন্য দরকারী জিনিসপত্র সরবরাহ করা;
৭) চাইল্ড কেয়ারের জন্য যে সকল জিনিস ক্রয় করা, দরকারে যথাসময়ে পৌছে দেয়া;

৮) ফটোকপি মেশিন পরিচালনা করা, চিঠিপত্র বিলি করা;
৯) বিভিন্ন বিভাগের মধ্যে তথ্য আদান-প্রদানে সংযোগকারীর দায়িত্ব পালন করা;
১০) স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যথাযথভাবে জানা ও মেনে চলা। বিশেষ করে বাথরুম, বেসিন ইত্যাদি ব্যবহাররে ক্ষেত্রে পরিচ্ছন্নতা অবলম্বন করা;
১১) কোন প্রকার র্দুঘটনার ক্ষেত্রে গুজবে কান না দিয়ে প্রথমে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া;
১২) ফায়ার এবং সেফটি সর্ম্পকে স্পষ্ট ধারণা রাখা। অগ্নিকাণ্ডে বা অন্য যেকোনো ধরণের র্দুঘটনায় তাড়াহুড়ো না করে সারবিদ্ধভাবে কারখানা ত্যাগ করা, নিরাপদে অবস্থান নেয়া এবং এ ব্যাপারে অন্যকে সাহায্য করা;
১৩) র্উদ্ধতন র্কতৃপক্ষ র্কতৃক প্রদেয় অন্যান্য ন্যায়সঙ্গত আদেশ পালন করা;

আরও দেখতে পারেন

 

  • এই দায়িত্ব ও কর্তব্যের ফরমেট টি,  শুধু মাত্র পোস্টে উল্লেখিত নামের ” নমুনা কপি ” সর্ম্পকে ধারণা প্রদান করার জন্য প্রকাশ করা হয়েছে।
  • প্রতি কারখানার ” নিদিষ্ট পদের ” দায়িত্ব ও কর্তব্যে বিভিন্ন হতে পারে।
  • ব্যবহারকারী সম্মানিত ব্যাক্তি মহোদয়কে  নিজ কারখানার প্রদত্ত অন্যান্য দায়িত্ব ও কর্তব্য সংযুক্ত করে নমুনা কপিটি ব্যবহারের জন্য অনুরোধ করা হল।

Office Peon Job Responsibilities | Bangla | Sample Template Download

এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?

আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।

চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।