Office Boy Job Description | Bangla | Download

 দায়িত্ব ও কর্তব্য

পদবীঃ পিয়ন/ অফিস বয়।

তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: ব্যাবস্থাপক – মানবসম্পদ এবং এডমিন।

মূল দায়িত্ব :

১) দাপ্তরিক যাবতীয় আদেশ নির্দেশ মোতাবেক কাজ করা;
২) কর্মকর্তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা এবং তাদের দপ্তর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা;
৩) অফিসে আগত অতিথিদের তথ্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা এবং নির্দেশনা সাপেক্ষে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা;
৪) বিভাগীয় কর্মকর্তাদের পানি পানসহ এ জাতীয় অন্যান্য আদেশ পালন করা;
৫) কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত না থাকা এবং কর্মকর্তারা অফিসে থাকাকালে অফিস ত্যাগ না করা;
৬) মিটিংয়ের জন্য দরকারী জিনিসপত্র সরবরাহ করা;
৭) চাইল্ড কেয়ারের জন্য যে সকল জিনিস ক্রয় করা দরকার তা যথাসময়ে পৌছে দেয়া;
৮) ফটোকপি মেশিন পরিচালনা করা, চিঠিপত্র বিলি করা;
৯) বিভিন্ন বিভাগের মধ্যে তথ্য আদান-প্রদানে সংযোগকারীর দায়িত্ব পালন করা;
১০) স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যথাযথভাবে জানা ও মেনে চলা। বিশেষকরে বাথরুম, বেসিন ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা অবলম্বন করা;
১১) কোন প্রকার দুর্ঘটনার ক্ষেত্রে গুজবে কান না দিয়ে প্রথমে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া;
১২) ফায়ার এবং সেফটি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। অগ্নিকাণ্ড বা অন্য যেকোনো ধরণের দুর্ঘটনায় তাড়াহুড়ো না করে সারিবদ্ধভাবে কারখানা ত্যাগ করা, নিরাপদে অবস্থান নেয়া এবং এ ব্যাপারে অন্যকে সাহায্য করা;
১৩) উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় অন্যান্য ন্যায়সঙ্গত আদেশ পালন করা;

 

আরও দেখতে পারেন

Job Description in bangla

JD Sample NO – 03. Job Description – Iron Man

HR Manager Job Description

JD Sample NO – 04. Job Description – HR Manager

 

  • এই দায়িত্ব ও কর্তব্যের ফরমেট টি,  শুধু মাত্র পোস্টে উল্লেখিত নামের ” নমুনা কপি ” সর্ম্পকে ধারণা প্রদান করার জন্য প্রকাশ করা হয়েছে।
  • প্রতি কারখানার ” নিদিষ্ট পদের ” দায়িত্ব ও কর্তব্যে বিভিন্ন হতে পারে।
  • ব্যবহারকারী সম্মানিত ব্যাক্তি মহোদয়কে  নিজ কারখানার প্রদত্ত অন্যান্য দায়িত্ব ও কর্তব্য সংযুক্ত করে নমুনা কপিটি ব্যবহারের জন্য অনুরোধ করা হল।

Payroll Officer Job description  | Bangla | Sample Template Download

JD/ দায়িত্ব ও কর্তব্য টি,  নিম্ন বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?

আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।

চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।