Job Description of Quality Control Officer | Bangla | Download
Quality Control Officer (QC) এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
দায়িত্ব ও কর্তব্য
পদবীঃ Quality Control Officer (QC)
তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: Incharge – Quality.
মূল দায়িত্ব । Job description of quality control officer :
- নির্ধারিত প্রোডাকশন লাইনের কোয়ালিটি এস্যুরেন্সের সমস্ত দায়িত্ব পালন করা এবং সমস্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করা;
- অধীনদের দায়িত্ব ও কর্তব্য বন্টন এবং তদানুযায়ী কাজের অগ্রগতি তদারক করা;
- ম্যানেজারের সাথে অনুষ্ঠিতব্য প্রতিদিনের সভায় তথ্য-উপাত্তসহ উপস্থিত থাকা;
- অর্ডারের কাজ শুরুর পূর্বে ঐ পোশাক তৈরী সংক্রান্ত যাবতীয় নির্দেশনামূলক কাগজপত্র সংশ্লিষ্ঠ মার্চেন্ডাইজারের নিকট থেকে সংগ্রহ করা এবং অধীন কোয়ালিটি ইন্সপেক্টরদের তা বুঝিয়ে দেয়া;
- অপারেটরের কাজটি অত্র কোম্পানির স্ট্যান্ডার্ড এবং সংশ্লিষ্ট বায়ারের স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখা;
- সুইংয়ের প্রতিটি স্তরে পোশাকের মান নিয়ন্ত্রণ করা;
- অডিট পাশ এবং DHU নিয়ে কাজ করা;
আরও দেখতে পারেন
- কাউন্টার স্যাম্পল (বায়ারের চাহিদা এবং কোয়ালিটি) সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে;
- ট্রাফিক লাইট সিস্টেম মেনে চলতে হবে;
- লাইনের সমস্ত ত্রুটিপূর্ণ কাজ মেরামতের জন্য দায়বদ্ধ থাকা; প্রতিদিন লাইনের মেশিন এবং অয়েল লিকেজ চেক করা;
- স্টাইল/পিও/কালার পরিবর্তনের সময় লাইনে পূর্বের কোন কালার/স্টাইল/পিও/স্টাইল না রাখা;
- লাইনের স্যাম্পল অডিট করা। বিওএম এবং সোয়াচ কার্ডের সাথে স্টাইল মিলিয়ে দেখা;
- প্রতিদিনকার উৎপাদন ও অনুৎপাদন হিসাব রাখা এবং কোয়ালিটি ইনচার্জের নিকট রিপোর্ট করা;
- উৎপাদিত পণ্যের শতভাগকেই গ্রহণযোগ্য করার প্রচেষ্টা চালানো। কৌশলী উদ্যোগের মাধ্যমে পণ্যের রি-ওয়ার্ক কমানো;
- কোম্পানির পলিসি, কোয়ালিটি পলিসি ও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এর লক্ষ্য অর্জন এবং উৎকর্ষ সাধনে ভূমিকা রাখা;
- কারখানার উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখা এবং পর্যায়ক্রমে উৎপাদিত পণ্যের মান উন্নয়নে সচেষ্ট থাকা;
- লাইনের নবাগত শ্রমিকদের কাজ বাড়তি গুরুত্ব দিয়ে দেখা, ভুল করলে সংশোধনের উপায় দেখিয়ে দেয়া;
- লাইনের সকল কর্মীর দক্ষতা তদারকি করা এবং দুর্বল জায়গা খুঁজে বের করে প্রশিক্ষণের ব্যবস্থা করা;
- সকল প্রকার পরিবর্তন অবশ্যই লিপিবদ্ধ করা এবং ইনচার্জের কাছে রিপোর্ট করা;
- উর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যান্য আদেশ যথাযথ ভাবে পালন করা।
- এই দায়িত্ব ও কর্তব্যের ফরমেট টি, শুধু মাত্র পোস্টে উল্লেখিত নামের ” নমুনা কপি ” সর্ম্পকে ধারণা প্রদান করার জন্য প্রকাশ করা হয়েছে।
- প্রতি কারখানার ” নিদিষ্ট পদের ” দায়িত্ব ও কর্তব্যে বিভিন্ন হতে পারে।
- ব্যবহারকারী সম্মানিত ব্যাক্তি মহোদয়কে নিজ কারখানার প্রদত্ত অন্যান্য দায়িত্ব ও কর্তব্য সংযুক্ত করে নমুনা কপিটি ব্যবহারের জন্য অনুরোধ করা হল।
Job Description of Quality Control Officer | Bangla | Sample Template Download
এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?
আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।
চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।
Recent Comments