sewing supervisor job description | Bangla | Download
সুইং সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
দায়িত্ব ও কর্তব্য
পদবীঃ সুপারভাইজার (সুইং) | Sewing supervisor
তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: Line Chief।
মূল দায়িত্ব । Sewing Supervisor job description :
- লাইনে মেশিন এবং অপারেটর সেট করা;
- অপারেটর এবং হেলপারদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাদের সকল অপারেশন তদারকি করা;
- কাটিং সেকশন থেকে কাটিং পার্টস সংগ্রহ করা এবং অপারেটরদের কাজ বুঝিয়ে দেয়া;
- ইনপুট এবং আউটপুটের হিসাব রাখা;
- কাজের আনুষাঙ্গিক জিনিসপত্রের উপর সতর্ক দৃষ্টি রাখা;
- ফ্লোরের মালামাল সাজিয়ে রাখা, চলাচলের রাস্তা (আইলস) সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রেখে হাউজকিপিং নিশ্চিত করা;
- সকল প্রকার PPE নিশ্চিত করে উৎপাদন কার্যক্রম চালানো, বিশেষত সিজার ও কাটার বাঁধা নিশ্চিত করা;
- মেশিনে কোন সমস্যা থাকলে সমাধানের ব্যবস্থা করা;
- দৈনন্দিন কাজের টার্গেট পূরণ করা এবং প্রয়োজনীয় তথ্যাদি নথিভূক্ত করা;
- উৎপাদনের বাধাসমূহ অপসারণ করে এবং কাজের গুণাগুণ নিশ্চিত করে উৎপাদনশীলতার গতি নিশ্চিত করা করা;
- টার্গেট অর্জনের জন্য অপারেটরদেরকে প্রশিক্ষণ দেয়া এবং হেলপাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অপারেটর হিসাবে উন্নীত করা;
- মধ্যাহ্ন বিরতি ও ছুটির সময় সকলকে সারিবদ্ধভাবে চলাচলে উৎসাহিত করে নিয়ম শৃংখলা বজায় রাখা;
- অপারেটর ও সহকারীদের সঠিকভাবে কাজ বুঝিয়ে দেওয়া এবং সহযোগিতা করা;
- ফোল্ডার, লেবেল এবং আনুষঙ্গিক উপকরণাদি বন্টন করা;
- প্রয়োজনে ওভার টাইমের জন্য প্রস্তুতি নেয়া;
- অপারেটর ও সহকারীদেরকে মোটিভেট করা;
- কোন মেশিনে অপারেটর অনুপস্থিত থাকলে লাইনচিফের সহায়তায় সেখানে অপারেটর সেট করা;
- বায়ার/ক্রেতার নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিদা ও কোয়ালিটি ঠিক রেখে গার্মেন্টস তৈরি করা;
- ইনপুট এবং আউটপুটের হিসাব রাখা;
- উর্দ্ধতনের ন্যায়সঙ্গত আদেশানুযায়ী অন্যান্য কাজ সম্পন্ন করা;
আরও দেখতে পারেন
১৫) SOP অনুসরণ করে কাজ করা;
১৬) দৈনিক এবং মাসিক র্টাগটে পূরণ করা;
১৭) ওর্য়াকিং এরিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখা;
১৮) সকল প্রকার PPE নিশ্চিত করে উৎপাদন র্কাযক্রম চালানো;
১৯) পানি এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া এবং অপচয় রোধ করা;
২০) র্উধ্বতন কর্তৃপক্ষের অন্যান্য আদশে যথাযথ ভাবে পালন করা।
- এই দায়িত্ব ও কর্তব্যের ফরমেট টি, শুধু মাত্র পোস্টে উল্লেখিত নামের ” নমুনা কপি ” সর্ম্পকে ধারণা প্রদান করার জন্য প্রকাশ করা হয়েছে।
- প্রতি কারখানার ” নিদিষ্ট পদের ” দায়িত্ব ও কর্তব্যে বিভিন্ন হতে পারে।
- ব্যবহারকারী সম্মানিত ব্যাক্তি মহোদয়কে নিজ কারখানার প্রদত্ত অন্যান্য দায়িত্ব ও কর্তব্য সংযুক্ত করে নমুনা কপিটি ব্যবহারের জন্য অনুরোধ করা হল।
supervisor job description | Bangla | Sample Template Download
এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?
আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।
চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।
Recent Comments