Supervisor Job Description | Bangla | Download
কাটিং সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
দায়িত্ব ও কর্তব্য
পদবীঃ সুপারভাইজার (কাটিং)
তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: ব্যাবস্থাপক – এডমিন ।
মূল দায়িত্ব । Supervisor job description :
১) প্রয়োজনীয় ফেব্রিক এবং এক্সেসরিজ স্টোর থেকে প্রাপ্তি নিশ্চিত করা;
২) সহর্কমীদেরকে ফলোআপ করা এবং প্রোডাকশন ঠিকমত আদায় করা;
৩) কাটিং র্পাটস প্রিন্ট ও এমব্রয়ডারির জন্য পাঠানো এবং ফেরত আসার পর বুঝে নেয়া।
৪) নতুন কোনো স্টাইলের কাজ শুরুর র্পূবে স্টাইল নং, অর্ডান নং, প্যাটার্ন এবং স্যাম্পল সম্পর্কে ইনচার্জের কাছ থেকে বুঝিয়ে নেয়া;
৫) ম্যানুয়াল এবং র্অডার শিট অনুযায়ী র্অডার নং, স্টাইল, পিও, সাইজ এবং কোয়ান্টিটি অনুযায়ী নির্দিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করা;
৬) নির্দিষ্ট র্অডার নং, স্টাইল, পিও, সাইজ অনুসারে প্যার্টান দিয়ি কলার ব্যান্ড এবং মডেল কাফ এর র্মাক করা;
৭) ট্রায়াল কাটিংয়ের গার্মেন্টসের এ্যাপ্রুভাল অনুসারে রিকুইজিশন দিয়ে স্টোর থেকে ইন্টার লাইনিং সংগ্রহ করা;
৮) ইন্টার লাইনিং লে করে কাটিং শেষে ফিউজিংয়ের দায়ত্বিপ্রাপ্ত ব্যক্তিকে কাটিং র্পাট বুঝিয়ে দেইয়া;
৯) পণ্যের গুণগত মান নিশ্চিত করে কাটিং করা ও প্রয়োজনে নিযুক্ত মান নিয়ন্ত্রকের সহায়তা নেয়া;
১০) কাজ বন্ধ করলে বা লোডশডিং হলে মোটরের সুইচ অবশ্যই বন্ধ রাখতে হবে;
১১) মেশিনে সমস্যা দেখা দিলে সাথে সাথে মেকানিকের সহায়তায় সার্ভিসিংয়ের ব্যবস্থা করা;
১২) টেস্ট কাটিংয়ের পর খুঁটিনাটি সমস্যা সমাধানের পর এবং অনুমোদন সাপেক্ষে বাল্ক কাটিং করা;
১৩) ফেব্রিক কনজাম্পশন র্সবনিম্ন পর্যায়ে রাখার কৌশল গ্রহণ করা এবং অপচয় রোধ করা;
১৪) কাটিং পার্টগুলো যথাযথভাবে সুইং ফ্লোরে পৌছানো নিশ্চিত করা, ইনপুট হিসাব রাখা এবং রির্পোট তৈরি করা;
আরও দেখতে পারেন
১৫) SOP অনুসরণ করে কাজ করা;
১৬) দৈনিক এবং মাসিক র্টাগটে পূরণ করা;
১৭) ওর্য়াকিং এরিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখা;
১৮) সকল প্রকার PPE নিশ্চিত করে উৎপাদন র্কাযক্রম চালানো;
১৯) পানি এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া এবং অপচয় রোধ করা;
২০) র্উধ্বতন কর্তৃপক্ষের অন্যান্য আদশে যথাযথ ভাবে পালন করা।
- এই দায়িত্ব ও কর্তব্যের ফরমেট টি, শুধু মাত্র পোস্টে উল্লেখিত নামের ” নমুনা কপি ” সর্ম্পকে ধারণা প্রদান করার জন্য প্রকাশ করা হয়েছে।
- প্রতি কারখানার ” নিদিষ্ট পদের ” দায়িত্ব ও কর্তব্যে বিভিন্ন হতে পারে।
- ব্যবহারকারী সম্মানিত ব্যাক্তি মহোদয়কে নিজ কারখানার প্রদত্ত অন্যান্য দায়িত্ব ও কর্তব্য সংযুক্ত করে নমুনা কপিটি ব্যবহারের জন্য অনুরোধ করা হল।
supervisor job description | Bangla | Sample Template Download
এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?
আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।
চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।
Recent Comments