cleaner job description | Bangla | Download

 দায়িত্ব ও কর্তব্য

পদবীঃ ক্লিনার।

তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: ব্যাবস্থাপক –  এডমিন ।

মূল দায়িত্ব । cleaner job description

  • নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মস্থলে প্রবেশ করা;
  • কারখানায় প্রবেশ এবং বের হওয়ার সময় কার্ড পাঞ্চ করা;
  • ফ্লোর এবং সিড়িঘর পরিষ্কার—পরিচ্ছন্ন করা;
  • অপ্রয়োজনীয় মালামাল সরিয়ে ফেলা;
  • কোম্পানীর পলিসি, কোয়ালিটি পলিসি ও লক্ষ্য সম্পর্কে জানতে হবে এবং লক্ষ্য অর্জনে কাজ করতে হবে;
  • কোম্পানীকে ভাল পরামর্শ প্রদান করে কোম্পানীর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে;
  • পানি এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া এবং অপচয় রোধ করা;
  • স্ব—স্ব কর্মস্থল পরিষ্কার—পরিচ্ছন্ন রাখা এবং অপ্রয়োজনীয় দ্রব্যাদি সরিয়ে ফেলা;
  • অগ্নি নির্বাপণকারী সরঞ্জাম চেনা এবং ব্যবহার করা শেখা;
  • কর্মস্থলের সুরক্ষা নিশ্চিত করে কাজ করা। গুণগত মান নিশ্চিত করে দৈনন্দিন কাজের টার্গেট পূরণ করা;
  • ওয়ার্কিং এরিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখা;
  • সকল প্রকার PPE নিশ্চিত করে উৎপাদন কার্যক্রম চালানো;
  • মধ্যাহ্ন বিরতি ও ছুটির সময় সারিবদ্ধভাবে চলাচল করে নিয়ম শৃংখলা বজায় রাখা;
  • উর্দ্ধতনের ন্যায়সঙ্গত আদেশানুযায়ী অন্যান্য কাজ সম্পন্ন করা;

আরও দেখতে পারেন

 

  • এই দায়িত্ব ও কর্তব্যের ফরমেট টি,  শুধু মাত্র পোস্টে উল্লেখিত নামের ” নমুনা কপি ” সর্ম্পকে ধারণা প্রদান করার জন্য প্রকাশ করা হয়েছে।
  • প্রতি কারখানার ” নিদিষ্ট পদের ” দায়িত্ব ও কর্তব্যে বিভিন্ন হতে পারে।
  • ব্যবহারকারী সম্মানিত ব্যাক্তি মহোদয়কে  নিজ কারখানার প্রদত্ত অন্যান্য দায়িত্ব ও কর্তব্য সংযুক্ত করে নমুনা কপিটি ব্যবহারের জন্য অনুরোধ করা হল।

Cleaner job description | Bangla | Sample Template Download

এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?

আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।

চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।