Driver Job Description | Bangla | Download

 দায়িত্ব ও কর্তব্য

পদবীঃ ড্রাইভার।

তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: ব্যাবস্থাপক –  এডমিন ।

মূল দায়িত্ব । Driver Job Description : 

১) গাড়ির রেজিস্ট্রেশন পেপার, ফিটনেস, ট্যাক্স টোকেন, রোড পারমিট ও ইনস্যুরেন্সসহ প্রয়োজনীয় ডকুমেন্টস সংরক্ষণ করা;
2) প্রতিদিন নির্দিষ্ট সময়ে গাড়ি বের করার পূর্বে মবিল, রেডিয়েটর ওয়াটার, গিয়ার অয়েল, পাওয়ার অয়েল, ব্যাটারির পানি, ব্রেক অয়েল, হর্ণ, ইনডিকেটর লাইট, টায়ারসহ অভ্যন্তর ও বহির্ভাগ চেক করা;
৩) কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত রাস্তা/রুটে গাড়ী চালানো। বিশেষ প্রয়োজনে রাস্তা/রুট পরিবর্তনের প্রয়োজন হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে রাস্তা পরিবর্তন করা যেতে পারে;
৪) উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো প্রোগ্রামে না যাওয়া। প্রোগ্রাম শেষে গাড়ি ব্যবহারকারীর স্বাক্ষর গ্রহণ করা;
৫) যত্রতত্র গাড়ী পার্কিং না করা এবং ডিউটি শেষে নির্ধারিত গ্যারেজে/স্থানে গাড়ি রাখা;
৬) ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, পাল্লা দিয়ে গাড়ি চালানো ও রং সাইডে গাড়ি ড্রাইভ করা থেকে বিরত থাকা;
৭) গাড়িতে রক্ষিত লগবইয়ে প্রতিদিনের মাইলেজ পৃথক পৃথকভাবে সংরক্ষণ ও উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে চেক করানো;

৮) নির্ধারিত দূরত্ব/মাইলেজ চলার পর নিজ দায়িত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সার্ভিসিং এর ব্যবস্থা করা;
৯) গাড়ি সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও প্রতিদিন কমপক্ষে ১ (এক) বার ওয়াশ করে ভালোভাবে গামছা দিয়ে মোছা;
১০) রাস্তায় কোনো দূর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা,
১১) গাড়ির মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল বা অন্য কোনো সমস্যা দেখা দিলে কারখানা কর্তৃপক্ষকে অবগত করে নিজ দায়িত্বে প্রধান কার্যালয়ের মাধ্যমে দ্রুত সারিয়ে নেয়ার ব্যবস্থা করা;
১২) গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নবায়ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা;
১৩) ডিউটি চলাকালে গাড়ির কাছাকাছি থাকা ও গাড়ির অভ্যন্তরে মূল্যবান মালামাল থাকলে তার নিরাপত্তা নিশ্চিত করা;
১৪) গাড়ী চালানোর সময় মোবাইলে অতি প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা।
১৫) রাস্তার মাঝখানে গাড়ী থামিয়ে যাত্রী উঠানো ও নামানো থেকে বিরত থাকবেন এবং অপরিচিত/অননুমোদিত যাত্রী গাড়ীতে তুলা থেকে বিরত থাকা।
১৬) নির্ধারিত পেট্ট্রল পাম্প থেকে ফুয়েল নেয়া, অন্য পাম্প থেকে ফুয়েল নিলে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষরসহ বিল সাবমিট করা;
১৭) উর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যান্য আদেশ যথাযথ ভাবে পালন করা।

 

আরও দেখতে পারেন

Job Description in bangla

JD Sample NO – 03. Job Description – Iron Man

HR Manager Job Description

JD Sample NO – 04. Job Description – HR Manager

 

  • এই দায়িত্ব ও কর্তব্যের ফরমেট টি,  শুধু মাত্র পোস্টে উল্লেখিত নামের ” নমুনা কপি ” সর্ম্পকে ধারণা প্রদান করার জন্য প্রকাশ করা হয়েছে।
  • প্রতি কারখানার ” নিদিষ্ট পদের ” দায়িত্ব ও কর্তব্যে বিভিন্ন হতে পারে।
  • ব্যবহারকারী সম্মানিত ব্যাক্তি মহোদয়কে  নিজ কারখানার প্রদত্ত অন্যান্য দায়িত্ব ও কর্তব্য সংযুক্ত করে নমুনা কপিটি ব্যবহারের জন্য অনুরোধ করা হল।

Driver Job description  | Bangla | Sample Template Download

এই প্রথম ComplianceBangladesh.com ভিজিট করছেন?

আমাদের আছে সোশাল, সিটিপ্যাট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এর বৃহৎ আর্কাইভ।

চলুন মেইন পেজ যাই আর সব টপিকগুলো দেখি।