Assistant machine operator job description
দায়িত্ব ও কর্তব্য
পদবীঃ সহকারী অপারেটর
তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ: সুপারভাইজার
মূল দায়িত্বঃ
- মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।অপারেটরকে সর্বাত্বক সহযোগীতা করা।
- নাম্বার মেলানো/সুতা কেটে পরিষ্কার করা।
- এক প্রসেস থেকে পরবর্তী প্রসেসে গার্মেন্টস পৌঁছে দেয়া।
- উর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যান্য আদেশ যথাযথভাবে পালন করা।
কিউ.এস (QS) বিষয়ক দায়িত্বঃ
- কোম্পানীর পলিসি, কোয়ালিটি পলিসি ও লক্ষ্য সম্পর্কে জানতে হবে এবং লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
- কিউ.এস (QS) এর উৎকর্ষ সাধনে ভূমিকা রাখতে হবে।
- কোম্পানীকে ভাল পরামর্শ প্রদান করে।
- কোম্পানীর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
পরিবেশ বিষয়ক দায়িত্বঃ
- পরিবেশগত নীতিমালা এবং লক্ষ্য সম্পর্কে অবগত হওয়া এবং এর লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখা।
- পানি এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া এবং অপচয় রোধ করা।
- অযথা লাইট, ফ্যান এবং মেশিন চালু না রাখা।
- স্ব-স্ব কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং অপ্রয়োজনীয় দ্রব্যাদি সরিয়ে ফেলা।
স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক দায়িত্বঃ
- অগ্নি নির্বাপণকারী সরঞ্জাম চেনা এবং ব্যবহার করা শেখা।
- কর্মস্থলের সুরক্ষা নিশ্চিত করে কাজ করা।
এই JD/ দায়িত্ব ও কর্তব্য টি ঐই সব কারখানার জন্য ডেভেলপ/ তৈরি করা যাদের অডিট/ বায়াররা পরিবেশ, কোয়ালিটি এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করে। যেমন – H&M বায়ার।
JD/ দায়িত্ব ও কর্তব্য টি, নিম্ন বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
Recent Comments